রাজধানীর শাহজাদপুরে বাসের ধাক্কায় নিহত হয়েছেন মোছা. রোকেয়া বেগম (৩৮) নামের এক নারী। নিহত রোকেয়া বেগম দক্ষিণ বাড্ডার বাসিন্দা। দুর্ঘটনার সময় মায়ের হাত ধরে সড়ক পার হচ্ছিলেন তার ১০ বছর বয়সি মেয়ে। তিনি তখন গুরুতর আহত হন। সন্তানের সামনেই বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান মা।
গতকাল মঙ্গলবার দুপুরে শাহজাদপুর বাঁশতলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মেয়ে জোয়াফিয়া বিনতে জাকির মাইশাকে মগবাজারের রাশমনো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোকেয়া বেগম তার মেয়ের হাত ধরে সড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় বেপরোয়া গতিতে বৈশাখী পরিবহনের একটি বাস রোকেয়া বেগমকে চাপা দেয়। দুর্ঘটনার পরপরই পুলিশ বাসটি জব্দ করে। তবে চালক পালিয়ে যায়।
নিহত নারীর স্বামীর নাম জাকির হোসেন। পরিবার নিয়ে তিনি দক্ষিণ বাড্ডা এলাকায় থাকতেন। নিহতের মরদেহ ময়নাতদন্ত করার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।