স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা স্কুলে শিক্ষার্থীদের তালাবদ্ধ করে দাওয়াত খেতে গিয়েছিলেন। এর ফলে শিক্ষার্থীরা দীর্ঘ চার ঘণ্টা পর্যন্ত শ্রেণিকক্ষে অবরুদ্ধ ছিল। পরে তাদের চিৎকার ও কান্নাকাটি শুনে এলাকাবাসী তালা ভেঙে তাদের উদ্ধার করে।
ঘটনাটি ঘটেছে নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়নের পাঁজরভাঙ্গা ৭৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আজ শনিবার (২১ মে) দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের সব শিক্ষকরা আরেকটি স্কুলে দাওয়াত খেতে যান।
জানা যায়, এদিন শিক্ষার্থীদের স্কুল ভবনে আটকে রেখে আরেকটি স্কুলে দাওয়াত খেতে যান সব শিক্ষকরা। এরপর চার ঘণ্টা পার হয়ে যায়। এর মধ্যে তারা ফিরে না এলে আতঙ্কে চিৎকার ও কান্নাকাটি শুরু করে অবরুদ্ধ শিক্ষার্থীরা। এ সময় এলাকাবাসী ও অভিভাবকেরা স্কুলের গেটের তালা ভেঙ্গে তাদের উদ্ধার করেন।
স্থানীয় বাসিন্দা আশরাফুল, ফারানা ও মমিনুল জানান, বিকাল ৪টার দিকে স্কুলের ছাত্রছাত্রীদের চিৎকার শুনে তালা ভেঙে তাদের উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ওই স্কুলের প্রধান শিক্ষিকা জাহানারা বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা সব শিক্ষিকারা মিলে দাওয়াতে গিয়েছিলাম। আসতে দেরি হওয়ায় সব ছাত্রছাত্রীদের অভিভাবকের কাছে ক্ষমা চেয়েছি। এ বিষয়ে স্কুলের সভাপতি এনামুল হক বলেন, শিক্ষকদের শাস্তি হওয়া দরকার।