নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না সরকারের উদ্দেশ্যে বলেছেন, নাটক না করে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে সেপ্টেম্বর থেকে সারা দেশে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্র-শিক্ষক-অভিভাবক ঐক্য ফোরাম আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ একথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের সব ছাত্র সংগঠন, সব শিক্ষক সমাজ, অভিভাবকরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে বলছেন। অভিভাবকদের অনেকেই অভিযোগ করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে তাদের সন্তানেরা পড়ালেখা করে না। ঘরের দরজা-জানালা বন্ধ করে কম্পিউটার নিয়ে বসে থাকে, কি করে জানা যায় না।
সারাদিন মোবাইল টিপে গেমস খেলে সময় কাটায়। এতে তারা মোবাইল, নেটের দিকে আসক্ত হয়ে পড়ছেন। তাদের মন মেজাজ ভাল না, তাদের সঙ্গে কথা বলা যায় না। এতে কিশোর শিক্ষার্থীরা বিপথে চলে যাচ্ছে। আজ যদি সবকিছু খুলে দেওয়া হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠান কোনো খোলা হচ্ছে না।