টানা ২ বছর ধরে বন্ধ ছিল স্কুল-কলেজ। করোনা পরিস্থিতিতে অনলাইন ক্লাসই ছিল একমাত্র ভরসা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফের শিক্ষার্থীদের স্কুলের পরিবেশে পড়াশোনার আনন্দ দিতে চান। তারই উদ্যোগে শুরু হয়েছে ‘পাড়ার শিক্ষালয়’।
সেখানেই পড়তে গিয়েছিল এক খুদে শিক্ষার্থী। তার কাছে শিক্ষিকা জানতে চান গত দুই বছরে কী শিখেছে। খুদে ছাত্রও উত্তর দেওয়ার জন্য পুরো প্রস্তুত। কিন্তু উত্তরে সে জা বললো তাতে ওই শিক্ষিকা সহ সকলেই অবাক হয়ে যান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিখ্যাত ‘কাঁচা বাদাম’ গানটি গাইতে শুরু করে সে। গান শেষ হয়ে যাওয়ার পরই বসে পড়ে ছাত্রটি। ততক্ষণে ‘পাড়ার শিক্ষালয়’-এ উঠে গেছে হাসির রোল।
মাত্র ১ মিনিট ১০ সেকেন্ডের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বিদ্যুতের গতিতে ভাইরাল হয়ে গেছে। নেটদুনিয়ায় লাইক, কমেন্টের ঝড় বইছে। ভিডিওটি থেকে তবে ছাত্রের নাম বা পরিচয় জানা যায়নি। প্রায় সকলেই উপভোগ করেছেন শিশুর গান। তবে অনেকে আবার বিষয়টি ভাল চোখে দেখছেন না। তাদের মতে, করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকার ফলে শিশুদের শিক্ষার মান যে সত্যিই নিম্নমুখী, এই ভাইরাল ভিডিওটি নাকি তারই জ্বলন্ত উদাহরণ।