শীতের সকালে কুয়াশার কারণে বাহিরের পরিবেশ একটু অন্ধকারাচ্ছন্নই থাকে। কিন্তু আজ কিছুটা বেশি অন্ধকার দেখাচ্ছে। কারণ ভোর থেকেই রাজধানীর আকাশে ভেসে বেড়াচ্ছে কালো মেঘ।
আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে জানানো হয়েছে, রাজধানী ঢাকা সহ রাজশাহী, রংপুর খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং অন্য এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।