আজ ২০২১ সালের ডিসেম্বরের ৩১ তারিখ। অর্থাৎ চলতি বছরের শেষ দিন। আর এই শেষ দিনেই পবিত্র জুম্মা মোবারক। বছরের শেষ দিনটি সপ্তাহের শ্রেষ্ঠ দিন দিয়ে শেষ হচ্ছে। এটি মুসলিম জাতির কাছে একটি আনন্দের বিষয়। আজকের এই দিনে সকল মুসলিম জাতি জুম্মার নামাজের মাধ্যমে ২০২১ সালকে বিদায় জানাবেন।
অন্যদিকে দেখা যায়, চলতি বছরের শুরু অর্থাৎ ২০২১ সালের প্রথম দিনটিও ছিল শুক্রবার। যদিও এর আগে বছরের প্রথম দিন শুক্রবার দেখা গেছে। ১৯৭১ সালের ১ জানুয়ারি ছিল শুক্রবার। এছাড়াও ১৯৮২, ১৯৯৩, ১৯৯৯ ও ২০১০ সালসহ মোট ৪ বার দেখা গেছে একই তারিখ।
কিন্তু একটি বছরের শুরু এবং শেষে শুক্রবার বা জুম্মা মোবারক এর আগে কখনও দেখা যায় নি। তাই অন্যান্য বছরের তুলনায় ২০২১ সাল বিশেষ মর্যাদার অধিকারী এবং স্মৃতি হয়ে থাকবে।
সচারাচর এমন দিন পাওয়া যায় না। তাই এমন একটি দিন পাওয়ায় সকল মুসলিম জাতি মহান আল্লাহ তা’আলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছেন। আজ জুম্মার নামাজের শেষে বিগত বছরের সকল গুনাহের জন্য তওবা করে ক্ষমা চাইবেন এবং আগামী বছরগুরোতে যেন বেশি বেশি নেক আমল করতে পারেন এই দোআ করে মুসলিম উম্মাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন।