আজ বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে। এরপর ৬টা ৪৫ মিনিটের দিকে শুরু হয় কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাত। সঙ্গে ছিল বজ্রপাত। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৩ কিলোমিটার। হঠাৎ যেন আচমকাই থমকে যায় রাজধানীবাসীর স্বাভাবিক জীবনযাত্রা।
রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানেও বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির খবর পাওয়া গেছে।
ভারতের বিহার রাজ্য থেকে একটি শক্তিশালী কালবৈশাখী ঝড় আজ ভোরে রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে বাংলাদেশের প্রবেশ করে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়। ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে প্রবাহিত কালবৈশাখী ঝড়টির প্রভাবে রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে আগত কাল বৈশাখী ঝড়টি ঢাকা বিভাগের দিকে কিছুটা সরে আসে।
এর আগে মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় এমন পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, দেশের আটটি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস রয়েছে। এক্ষেত্রে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমে গিয়ে তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে।
এই অবস্থায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বিজলী চমকানো ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। মঙ্গলবার (১৯ এপ্রিল) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।