পিতা মশা তার সন্তান বাচ্চা মশাকে বলল-
পিতা : যা একটু উড়ে আয় দেখি কেমন উড়তে পারিস?
বাচ্চা মশা জন্মের পর এই প্রথম উড়তে বেরিয়েছে তাই বেশি দূর গেল না। কিছুক্ষণ পর ফিরে এল। আসার পর পিতা মশা জিজ্ঞাসা করল-
পিতা : কেমন উড়লি?
বাচ্চা মশা : খুউব ভাল উড়েছি । আমার উড়া দেখে সব মানুষ হাততালি দিচ্ছিলো।
উপদেশঃ আল্লাহ পাক সবাইকে সব ক্ষমতা দেয়না।যেমন মশাকে উড়ার ক্ষমতা দিয়েছেন।