দেখা যায় সময়ের পরিচয় কালের প্রবাহমান স্রোত ধারা, তাই মানুষের জীবন হলো একটি মুহূর্ত, যা কালের প্রবাহমান স্রোত, এরপর ম্লান হয়ে যায়। তাই সময়কে জীবন বলা হয়। হযরত হাসান বসরি রহ. বলেছেন-হে বনি আদম, তুমি হলে দিনের সমষ্টি। তোমার থেকে যখনই একটি দিন অতিবাহিত হবে তোমার জীবনের একাংশ কমে যাবে। মানব জীবন হলো নির্দিষ্ট সময়ের ব্যবহার যা একটি ক্ষণে নিঃশেষ হয়ে যায়। তাই মানুষের জীবন হলো এক একটি মুহূর্ত, এক একটি মিনিট বা সেকেন্ড তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাই একটি সেকেন্ড, একটি মিনিট, একটি ঘন্টা নষ্ট করার অর্থ হলো জীবনের একটি অংশকে হত্যা করা। মুসলিম জাতির অধঃপতনের অন্যতম কারণ হলো- আমাদের কাছে সময় হলো সবচেয়ে কমদামি এবং অবহেলার বস্তু। ইসলামের প্রথম ও দ্বিতীয় যুগে এমন আচরণ মুসলমানদের মাঝে দেখা যায়নি। সময় মুসলমানদের উল্লেখযোগ্য বৈশিষ্টগুলোর অন্যতম।
-এস এইচ