রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজের একটি নির্মাণাধীন ভবনের শ্রেণি কক্ষ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নির্মাণাধীন ১০ তলা ভবনটির পঞ্চম তলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ। পুলিশ বলছে, ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। লাশটিতে পচন ধরেছে।
ঘটনাস্থল থেকে ওসি তোফায়েল আহমেদ বলেন, ১০ থেকে ১৫ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাতে কলেজের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা দারুসসালাম থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।