আগামী ১০ জুলাই রোজ রবিবার পবিত্র ঈদুল আযহা। পূর্ব বাড্ডা সেকান্দারবাগ বায়তুল আমীন জামে মসজিদে ঈদের জামাত সকাল ০৭:১৫ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
আজ ৮ জুলাই রোজ শুক্রবার ২০২২ইং আরবি পবিত্র জিলহজ্জ মাসের ৮ তারিখ। আগামী ১০ জুলাই রোজ রবিবার জিলহজ্জের ১০ তারিখ অর্থাৎ পবিত্র ঈদুল আযহা। ঈদুল আযহার পূর্বের শেষ জুমার বয়ানে আজ সেকান্দারবাগ বায়তুল আমীন জামে মসজিদে হক কথা ২৪.নেট-এর সম্পাদক এবং অত্র মসজিদের ইমাম ও খতিব মুফতি তাজুল ইসলাম জালালী কুরবানীর সংক্ষিপ্ত ইতিহাস ও এর মর্যাদা নিয়ে আলোচনা করেন।
আলোচনায় মুফতি তাজুল ইসলাম জালালী সাধারণ মানুষদের হযরত ইবরাহিম (আ:), হযরত ইসমাঈল (আ:), হযরত হাজেরা (আ:), হযরত সাহারা (আ:) এবং বনী ইসরাইল এর সংক্ষিপ্ত ঘটনা তুলে ধরেন। পৃথিবীতে কুরবানীর নজির রেখে এলাকার সাধারণ মানুষকে কুরবানীর মর্যাদা ও এর তাকওয়া অর্জনের প্রতি সতর্ক করে বলেন, “কুরবানী করতে হবে রব্বানীয়াতের উদ্দেশ্যে, নফসানীয়াতের জন্য নয়। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানী করতে হবে, সমাজে নিজের বড়ত্ব প্রকাশ করার জন্য নয়।”
এলাকার সকলকে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ও ঈদগাহে যাওয়ার আহ্বান করে সবাইকে সুস্থ্য ও আশেপাশের পরিবেশ সুন্দর রাখতে বলে নিজের বয়ান শেষ করেন তিনি।