1. faysalislam405@gmail.com : ফয়সাল ইসলাম : ফয়সাল ইসলাম
  2. tajul.islam.jalaly@gmail.com : তাজুল ইসলাম জালালি : তাজুল ইসলাম জালালি
  3. marufshakhawat549@gmail.com : মারুফ হোসেন : মারুফ হোসেন
  4. saddam.samad.24@gmail.com : সাদ্দাম হোসাইন : সাদ্দাম হোসাইন
  5. : :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:১০ পূর্বাহ্ন

স্কুলের বই ভাঙারি দোকানে বিক্রি করেন শিক্ষিকা

সাদ্দাম হোসাইন
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭১ বার পড়া হয়েছে
স্কুলের বই ভাঙারি দোকানে বিক্রি করেন শিক্ষিকা

রাজধানীর পল্লবীর ‘শিশু শিক্ষা প্রাথমিক বিদ্যালয়ের’ শিক্ষিকা কিসমত আরা পলি। শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে আসা সরকারি বিনা মূল্যের বই বিক্রি করার জন্য প্রথমে নিজের বাসায় নিয়ে যেতেন। পরে পরিচিত ভাঙারি দোকানদারকে বাসায় ডেকে কেজিদরে বিক্রি করে দিতেন। এভাবে পাঁচ বার তিনি স্কুলের বই বিক্রির পর হাতেনাতে ধরা পড়েছেন। এলাকার লোক তাকে এবং ভাঙারি দোকানদারকে আটক করে বস্তাভর্তি বইসহ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

পল্লবী থানার এসআই শাহরিয়ার রোমান বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে একজন কলার ওই শিক্ষিকার বই বিক্রির কথাটি জানান। পরে তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থল পল্লবীর সি ব্লকের ২ নম্বর সড়কের একটি ভবনে যাই। এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি, বই বিক্রির সময় তারা ঐ শিক্ষিকা ও ভাঙারি দোকানিকে হাতেনাতে আটক করেছে। এরপর তাদের থানায় নিয়ে আসা হয়।

শিক্ষিকা পলি জানিয়েছেন, স্কুল থেকে তাদের ঠিক মতো বেতন দেওয়া হয় না। এছাড়া স্কুলটির টিনের চাল দিয়ে পানি পড়ে। এতে বইগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। এজন্য তিনি নিজের বাসায় দুই বস্তা বই নিয়ে আসেন এবং ভাঙারি দোকানির কাছে কেজিদরে বিক্রি করছিলেন।

এসআই আরো বলেন, আটক ভাঙারি দোকানির দোকান মিরপুর ২ নম্বর সেকশন এলাকায়।ঐ শিক্ষিকা জানিয়েছেন এর আগেও ঐ দোকানির কাছে পাঁচ বার বই বিক্রি করেছেন। দোকানিও আগে বই কেনার কথা স্বীকার করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্কুলের বই ভাঙারি দোকানে বিক্রি করেন শিক্ষিকা

বিজ্ঞাপন




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও
Share via
Copy link
© ২০২৩- সর্বস্বত্ব সংরক্ষিত । হক কথা ২৪.নেট
Theme Designed BY Kh Raad ( Frilix Group )
Share via
Copy link