ফেসবুক মেসেঞ্জারে অনেকেই অন্যদের চ্যাটের স্ক্রিনশট নিয়ে নিজেদের কাছে রেখে দেন। কিন্তু এখন থেকে কারও চ্যাটের স্ক্রিনশট নিলে বিপদে পড়তে হবে। কারণ, যার স্ক্রিনশট নেবেন, সেই ব্যক্তির কাছে সঙ্গে সঙ্গেই একটি নোটিফিকেশন চলে যাবে। সেখানে ফেসবুক জানিয়ে দেবে যে, আপনি তার চ্যাটের স্ক্রিনশট করেছেন।
তাই ফেসবুকের প্রতিষ্ঠাতা ও এর প্যারেন্ট কোম্পানি মেটার সিইও জাকারবার্গ এ বিষয়ে সাবধান করে দিলেন। এক পোস্টের মাধ্যমে ওই সতর্কবার্তা দিয়ে তিনি জানিয়েছেন, মেসেঞ্জারে এক নতুন আপডেট এসেছে। অপর পক্ষ থেকে যদি কোনো ব্যবহারকারীর চ্যাটের স্ক্রিনশট নেওয়া হয়, তাহলে ওই ব্যবহারকারীকে বিষয়টি জানানো হবে।
জাকারবার্গ লেখেন, ‘ মেসেঞ্জারের অ্যান্ড-টু- অ্যান্ড চ্যাটের জন্য নতুন আপডেট আসছে। তাই কেউ যদি ডিস্যাপেয়ারিং মেসেজের স্ক্রিনশট নেয়, তাহলে আপনি একটি নোটিফিকেশন পাবেন।
জাকারবার্গের তরফ থেকে এই ঘোষণা এলো ফেসবুক মেসেঞ্জারের একটি নতুন আপডেট আসার পর। নতুন আপডেট অনুযায়ী ব্যবহারকারীরা তাদের মেসেজগুলো কিছুক্ষণ পর যেন অদৃশ্য হয়ে যায়, তা নির্ধারণ করে দিতে পারবে।