হক কথায় চলছে ‘পবিত্র আশুরা’ বিষয়ে লেখা প্রতিযোগিতা
মারুফ হোসেন
প্রকাশিতঃ
শনিবার, ৩১ জুলাই, ২০২১
৫৮৯
বার পড়া হয়েছে
Ashura-Contest-post
সুখবর! সুখবর!! সুখবর!!!
আসছে ১৪৪৩ হিজরী সনের প্রথম মাস মহররম। এ মাসেই রয়েছে বহু ঘটনার জ্বলন্ত স্বাক্ষী পবিত্র আশুরা। পবিত্র আশুরা উপলক্ষে হক কথা আয়োজন করেছে কলম সৈনিকদের লেখা প্রতিযোগিতা।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ঘরে বসেই আপনার লেখা পাঠিয়ে জিতে নিতে পারেন আকর্ষনীয় পুরস্কার। তাই দেরী না করে এখনই শুরু করে দিন লেখালেখি আর পাঠিয়ে দিন আমাদের কাছে।
যে বিষয়ে লিখবেন-
পবিত্র আশুরা নিয়ে বিভিন্ন ধরনের প্রবন্ধ, ঐতিহাসিক ঘটনা এবং আশুরা নিয়ে স্বরচিত গল্প ও কবিতা।
প্রতিযোগিতার কিছু শর্ত-
প্রবন্ধ বা গল্প সর্বনিম্ন ৩০০ শব্দের হতে হবে।
শালীনতা বজায় থাকে এমন লেখা তৈরী করতে হবে। লেখার ভিতর কোনো প্রকার কুরুচিপূর্ণ বক্তব্য, আলাপ বা উক্তি দেয়া যাবে না।
কবিতা লিখলে সর্বনিম্ন ১০ লাইনে হতে হবে।
একজন সর্বোচ্চ ৫টি লেখা পাঠাতে পারবেন।
অন্যের লেখা সরাসরি কপিরাইট গ্রহণযোগ্য নয়।
লেখা নির্বাচিত হলে আপনার ই-মেইল ঠিকানায় জানিয়ে দেয়া হবে।
বিশেষ আকর্ষণ-
নির্বাচিত লেখা সমূহের জন্য রয়েছে আকর্ষনীয় পুরষ্কার।
এছাড়াও নির্বাচিত লেখা সমূহ লেখকের নাম ও ছবি সহ হক কথা’র ওয়েবসাইট ও ফেইসবুক পেইজে প্রকাশ করা হবে।
নির্বাচিত লেখা সমূহের মধ্যে সবচেয়ে বেশী পঠিত লেখার লেখকের জন্য থাকছে হক কথায় কাজ করার সুযোগ।
লেখা পাঠানোর নিয়ম-
লেখা সম্পন্ন হলে নিজের নাম, একটি ছবি, ইমেইল আইডি, ফোন নাম্বার ও ঠিকানা লিখে পাঠিয়ে দিন আমাদের ই-মেইল ঠিকানাঃ- lekha@haquekotha24.net -এ।
লেখা পাঠানোর পর আমাদের পেইজে একটি লাইক দিয়ে পেইজে মেসেজ করুন।
বিশেষ দ্রষ্টব্যঃ লেখা পাঠানোর শেষ সময় ১১ই আগস্ট রোজ বুধবার পর্যন্ত।