ঈদ মোবারক ! ঈদ মোবারক ! ঈদ মোবারক !
আজ বুধবার ২১শে জুলাই ২০২১ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ, ১০ জিলহজ ১৪৪২ হিজরী মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। ঈদুল আযহা উপলক্ষে সেকান্দারবাগসহ বাড্ডাবাসী এবং সমগ্র দেশবাসীকে হক কথা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকলকে ঈদ মোবারক জানিয়েছেন হক কথা ২৪.নেট-এর সম্পাদক ও সেকান্দারবাগ বায়তুল আমীন জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি তাজুল ইসলাম জালালী। এছাড়াও ঈদ মোবারক জানিয়েছেন, হক কথা ২৪.নেট-এর নির্বাহী সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসাইন ও ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ মারুফ হোসাইন।
সকলে মিলেমিশে সকল স্বাস্থ্যবিধি মেনে একত্রে দিনটিকে এক ভিন্ন আঙ্গিকে উদযাপন করার ইচ্ছা কামনা করে হক কথা পরিবার সবাইকে আবারো জানায় পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা।
হক কথা ২৪.নেট ইসলামী ধারার একটি অনলাইন সংবাদ মাধ্যম। সদা সত্যের সন্ধানী হয়ে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে সমাজে হক কথা প্রতিষ্ঠার জন্য। মিথ্যা জগতের মুখোশ উন্মোচন ও সত্যকে বিজয় দানে আমরা আছি হকের পথে, আপনারাও থাকুন আমাদের সাথে।