আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর পাকিস্তানি হানাদার বাহিনী এই দিনে যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হন। সেদিন ঢাকার কেন্দ্রস্থলে রেসকোর্স ময়দানে পাকিস্তানের পক্ষে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি। তিনি যৌথবাহিনীর প্রধান জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেন। এর মাধ্যমে আমরা পাই একটি স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে হক কথা পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই বিশেষ দিনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন হক কথা ২৪ ডট নেট-এর সম্পাদক মুফতি তাজুল ইসলাম জালালী।
তিনি বিজয় দিবসের শুভেচ্ছা বাণীতে বলেন, ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীদের সাথে লড়াই করে আমরা বিজয় ছিনিয়ে এনেছিলাম। প্রতিটি বিজয় দিবসে মুক্তিযুদ্ধের চেতনাকে মশাল করে প্রত্যয়ে ও সাহসে বুক বেঁধে আমাদের এবং ভবিষ্যৎ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। অন্যায়ের কাছে মাথা নত না করে প্রগতি ও পরিবর্তনের ধারায় এগিয়ে যেতে পারলে স্বাধীনতা আমাদের জীবনে অর্থবহ হয়ে উঠবে।