● বৃহস্পতিবার, এপ্রিল 25, 2024 | 04:29 অপরাহ্ন

হযরত ওমর (রা:)-এর ইনসাফ

মুস্তাকিম বিন হুসাইন: একদা হযরত ওমর (রা:) এক বৃদ্ধার তাবুর পাশ দিয়ে যাচ্ছিল। ওমর (রা:) বৃদ্ধাকে বললেন, ওমরের ব্যাপারে তোমার কি ধারনা? জবাবে বৃদ্ধা বললো হে লোক! আল্লাহ তা’আলা ওমরকে যেন উত্তম প্রতিদান না দেন! সে খলিফা হওয়ার পর থেকে আমাকে কিছুই দিলনা। ওমর বললেন, ওমরতো তোমার অবস্থা জানেনা, কি করে দিবে? বুড়ি বললো কোন ব্যক্তি কোন জাতির খলিফা হবে অথচ অবস্থা জানবেনা, এমনটাও যে হতে পারে তা আমি জানতাম না। বুড়ির কথা শুনে হযরত ওমর(রা:) কাদতে শুরু করলেন । তিনি নিজেকে সম্বোধন করে বললেন হে ওমর! প্রত্যেকটি লোক তোমার চেয়ে অধিক জ্ঞানি। এমনকি বৃদ্ধারাও। তারপর তিনি বুড়ির কাছে ক্ষমা চাইলেন এবং তাকে যথেষ্ট পরিমান মুদ্রা প্রদান করলেন।
শিক্ষা: গল্পটি পড়ে আমরা বুঝতে পারলাম, শাসক হওয়া ভোগের জন্য নয়। শাসকের মূল দায়িত্ব হলো, জনগনের সেবা। তাদের দুঃখ-দুর্দশা লাগব করা। স্বেচ্ছাপ্রণোদিত হয়ে নাগরিকদের খোঁজ খবর রাখা শাসকের দায়িত্ব। আহ! মুসলিম শাসকরা যদি আজ এই চেতনায় উদ্বুদ্ধ হতো! তাহলে দেশের শতকরা নব্বইভাগ সমস্যার সমাধান হয়ে যেত। দেশে বিরাজ করতো স্বর্গীয় শান্তির আবহ।

এই সম্পর্কিত আরও

আবুল কালাম
বিস্তারিত...
 আরবে ঈদের তারিখ ঘোষণা
বিস্তারিত...
813788_175
বিস্তারিত...
রিসেপ তাইয়েপ এরদোগান
বিস্তারিত...
জান্নাতের ফুল
বিস্তারিত...
কাজী নজরুল ইসলাম
বিস্তারিত...