● শুক্রবার, এপ্রিল 26, 2024 | 10:20 অপরাহ্ন

হাজারকে ‘K’ দিয়ে বোঝানো হয় কেন

হাজারকে ‘K’ দিয়ে বোঝানো হয় কেন?

মূলত ইন্টারনেটের প্রভাবে জোরালো হয়েছে হাজার বুঝাতে ‘কে’ (k)-এর প্রচলন। এখন সচারচর হাজার বোঝাতে ‘k’ ব্যবহার হয়ে থাকে। যেমন: কারো বেতন যদি ২০ হাজার হয় তাহলে লেখা থাকে ‘২০কে’। কিন্তু কোথা থেকে এলো এই ‘k’? চলুন যেনে নেওয়া যাক-

গ্রিক শব্দে হাজার অর্থ ‘কিলিওই’ (Chilioi)। অর্থাৎ গ্রিকরা ১০০০ বোঝানোর জন্য ‘কিলিওই’ ব্যবহার করতেন। পরে ফরাসিরাও এই এককটি ব্যবহার করেন। কিন্তু এই গ্রিক শব্দ ফরাসিদের হাতে এসে ‘কিলিওই’ বদলে হয়ে যায় ‘কিলো’(KILO)। ক্রমে মেট্রিক সিস্টেমের সঙ্গে পরিচিত হয়ে ওঠেন ফরাসিরা। ‘কিলো’কে ১০০০ হিসাবে লিখতে শুরু করেন। ইংরেজি ছোট হরফের ‘k’ দিয়ে এটাকে চিহ্নিত করা হয়।

ব্যবসা-বাণিজ্য প্রসারের সাথে সাথে বিশ্বব্যাপী ১০০০ প্রচলিত হয়ে যায়। কিন্তু ১০০০-ও খুব বেশি দিন একই ভাবে টিকে থাকতে পারেনি। ১০০০ লিটার, ১০০০ গ্রামের বদলে ক্রমে প্রচলিত হয়ে ওঠে কিলোলিটার, কিলোগ্রাম, কিলোটনের মতো নতুন শব্দগুলি। এই শব্দগুলি অনেকটাই বড়। তাই সময় বাঁচাতে সংক্ষিপ্ত রূপে ‘কে’ লেখা শুরু হয়। এতে ২০,০০০ হয়ে যায় ‘২০কে’, ৩০,০০০ হয়ে যায় ‘৩০কে’। আর তখন থেকেই হাজার বোঝাতে ‘কে’-এর প্রচলন শুরু হয়।

এই সম্পর্কিত আরও

আবুল কালাম
বিস্তারিত...
 আরবে ঈদের তারিখ ঘোষণা
বিস্তারিত...
813788_175
বিস্তারিত...
রিসেপ তাইয়েপ এরদোগান
বিস্তারিত...
জান্নাতের ফুল
বিস্তারিত...
কাজী নজরুল ইসলাম
বিস্তারিত...