● শুক্রবার, এপ্রিল 26, 2024 | 08:40 অপরাহ্ন

হারানো সেই দিনগুলো

দাদিরা আর কয় না কিচ্চা উঠান মাঝে মাদুর পেতে।
ফুফুরা আর ভাতিজাকে ডাকে না আয় খাবার খেতে।।
উঠানের এক কোনে ছিল ছন বেড়ারই ঘরটি দাদার।
উঠান ভেঙ্গে ৪টি ঘর আজ চার কোনেতে চাচা জেঠার।।
আয় নাতী যাই হাট করিতে কয় না আজ আর কোন দাদা।
খেলার মাঠে নেই হাডুডু ,কানামাছি চোখটি বাধা।।
বোনজিকে আর কয়না খালা গাঙ্গে যেতে।
লুঙ্গি গায়ে ভাতিজাকে নেয়না চাচা মক্তবেতে।।
নানিরা আজ রাত্রি জেগে বানায় না আর চুঁই পিঠা।
মামারা আজ বাজার থেকে আনে না আর খেজুর মিঠা।।
ধান কাটারই নারার মাজে হয় না খোকার লুটু পুটি।
ঝড়ের দিনে আম বাগানে হয় না খুকুর ছুটা ছুটি।।
তাকিয়ে নেই পত্রের আশায় আর কোন মা।
ডাকেনা আর কানের কাছে কোকিল, টিয়া, ময়না, শ্যামা।।

-এস এইচ

এই সম্পর্কিত আরও

আবুল কালাম
বিস্তারিত...
 আরবে ঈদের তারিখ ঘোষণা
বিস্তারিত...
813788_175
বিস্তারিত...
রিসেপ তাইয়েপ এরদোগান
বিস্তারিত...
জান্নাতের ফুল
বিস্তারিত...
কাজী নজরুল ইসলাম
বিস্তারিত...