নতুন বছর উপলক্ষে গতকাল পবিত্র কাবা ঘরের গিলাফ পরিবর্তন করা হয়েছে। দীর্ঘদিন দিনের প্রথা ভেঙে এই প্রথম হিজরি নতুন বছরের প্রথম দিন এই গিলাফ পরিবর্তন করা হয়েছে। এর আগে কাবা ঘরের গিলাফ হজের দিনে পরিবর্তন করা হতো।
হিজরি সালকে গুরুত্ব দিতেই প্রথমবার প্রথা ভেঙে পবিত্র কাবার গিলাফ পাল্টানো হয়েছে। আজ বাংলাদেশে ১ মহররম। হিজরি নববর্ষ ১৪৪৪। একজন মুসলিম হিসেবে আরবী সাল জানা আমাদের নৈতিক দায়িত্ব। এটাই স্মরণ রাখা উদ্দেশ্য। এ উদ্দেশ্যেই হারামে স্থানীয় সময় পহেলা মহররম পবিত্র ঘরে নতুন গিলাফ পরিধান করানো হয়েছে।
এবারের গিলাফটি ৬৫৮ বর্গমিটার। গিলাফটি ৬৭০ কেজি কালো রেশম কাপড় ব্যবহার করা হয়েছে। ৪৭টি কাপড়ের টুকরোকে সোনা ও রুপার প্রলেপযুক্ত সুতো দিয়ে বিশেষ মেশিনে সেলাই করা হয়েছে।
এরপর কালো গিলাফের গায়ে মেশিনের ছাপ দিয়ে লেখা হয় রব্বে কাবার নাম ও গুণাবলি। এছাড়াও গিলাফে মোট ১০০ কেজি রুপা এবং ১২০ কেজি স্বর্ণ ব্যবহার করা হয়েছে।