হিজাবকে ড্রেস কোডের অন্তর্ভুক্ত করেছে নাইজেরিয়ার পুলিশ বাহিনী। ফলে পুলিশ বাহিনীর মুসলিম নারী সদস্যরা দায়িত্ব পালনের সময় হিজাব পরিধান করতে পারবেন। নাইজেরিয়া পুলিশের আইজিপি উসমান আলকালি বাবা সম্প্রতি এই অনুমোদন দিয়েছেন। গত ৩ মার্চ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইজিপির এক বৈঠকে নতুন ড্রেস কোড প্রকাশ করা হয়।
আইজিপির নতুন সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন নাইজেরিয়ার সর্বসাধারণ মুসলিম। বিশেষত নাইজেরিয়ান নারীদের জাতীয় সংগঠন ‘দ্য ফেডারেশন অব মুসলিম উইমেন’স অ্যাসোসিয়েশন ইন নাইজেরিয়া’ নতুন সিদ্ধান্ত মুসলিম নারী অফিসারদের সমতা নিশ্চিত করবে বলে মন্তব্য করেছে।
ফেডারেশনের জাতীয় আমিরাহ হাজিয়া রাফিয়া ইদু বলেন, ‘নাইজেরিয়ান পুলিশ বাহিনীর ইতিহাসে এই ব্যতিক্রমী সিদ্ধান্ত তাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। আইজিপি উসমান বাবাকে তার সিদ্ধান্তের জন্য অভিনন্দন। ’ তিনি আরো বলেন, ‘অনুমোদিত পোশাক পরিধানের মাধ্যমে মুসলিম বোনের আল্লাহর গুরুত্বপূর্ণ নির্দেশ মান্য করতে পারবে। ফলে তারা স্বাচ্ছন্দ্যের সঙ্গে জাতি গঠনে ভূমিকা রাখতে পারবে। ’