ভারতের কর্ণাটক রাজ্যের মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরে ক্লাসে বসার বৈধতার জন্য লড়াই করতে হচ্ছে। কথিত ধর্মনিরপেক্ষ দেশটিতে হিজাবের অধিকার পেতে শিক্ষার্থীদের কর্ণাটক হাইকোর্টে মামলা করতে হয়েছে। এই মামলার রায় নিয়ে কর্নাটকে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এর মধ্যেই একটি ভিডিওতে দেখা গেছে, উগ্র হিন্দুত্ববাদীরা হিজাব পরিহিতা এক মুসলিম তরুণীকে ভয় দেখানোর জন্য জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে, কিন্তু তাদেরকে ভয় না করে গেরুয়া বাহিনীর সামনেই আল্লাহু আকবার তাকবীর ধ্বনি তোলেন এই মুসলিম তরুণী। দৃঢ়চিত্তে হেটে যান নিজের ক্লাস রুমে।
যেখানে সবাই জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে সেখানে আপনি আল্লাহু আকবার তাকবীর দিচ্ছেন এতে আপনার ভয় করেনি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই মুসলিম তরুণী বলেন, “আমি তাদের ভয় পায়নি। আমি যখন কলেজে প্রবেশ করি তখন তারা আমাকে কলেজে প্রবেশ করতে বাঁধা দেয়। কারণ আমি বোরকা পড়েছিলাম। তারা জয় শ্রীরাম বলে চিৎকার করতে শুরু করে। তাই আমি আল্লাহু আকবার বলে চিৎকার করতে লাগলাম।”
ভিডিওটি ছড়িয়ে পড়তেই হিজাবের পক্ষে তাকবীর ধ্বনি তোলা কট্টর হিন্দুত্ববাদীদের কলিজায় কাঁপন ধরিয়ে দেওয়া মুসলিম তরুণী সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছেন।
এছাড়াও সামাজিক মাধ্যমে হিন্দুত্ববাদীদের হিংসাত্মক মনোভাব এর প্রতি তীব্র ঘৃনা প্রকাশ করেছেন। সবাই ব্যক্তিগত জায়গা থেকে এই মুসলিম তরুণীর প্রতি সংহতি প্রকাশ ও তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। একে হিজাবের পক্ষের দৃষ্টান্তমূলক আন্দোলন হিসেবেও আখ্যায়িত করেছেন নেটিজেনরা।