ইমাম আহমদ ইবনে হাম্বাল রহ. বলেন, তার কাছে মোবারক ইবনে ফুজালা বর্ণনা করেছেন। তিনি বলেন, আমার কাছে হাসান ইবনে আবুল হাসান বর্ণনা করেছেন যে, আমাদেরকে আবু বকর (রা.) বলেছেন, রাসূলুল্লাহ একবার নামায পড়ছিলেন। যখন রাসূলুল্লাহ সা. সিজদায় গেলেন, তখন হযরত হাসান রা. হুজুর (সা.) এর পিঠে চড়ে বসলেন। কয়েকবার এমন দেখা গেলো। লোকেরা রাসূলুল্লাহ সা. কে জিজ্ঞাসা করলেন। আমরা দেখছি আপনি তাকে যেভাবে দেখা শুনা করেন অন্য কাউকে দেখেন না ? হুজুর সা. তাদের উত্তরে বললেন, আমার এই ছেলে সরদার। আাল্লাহ তা‘আলা তার হাতে মুসলমানদের দুই পক্ষের মাঝে মীমাংসা করবেন।(মুর্তাজা ৩৪৭)