একবার জনৈক কবি হযরত হুসাইন (রা:)-এর প্রশংসা করলো। হযরত হুসাইন (রা:)-এই জন্য তাকে অনেক মাল দান করলেন। জনৈক ব্যক্তি এই কাজে হযরত হুসাইন (রা:)-কে তিরস্কার করলেন যে, তিনি তাকে এতো মাল দান করলেন কেন? এই তিরস্কারের উত্তরে হযরত হুসাইন (রা:)-তাকে বুঝালেন যে, আমার এই কথার আশঙ্কা ছিল; সে আবার এই কথা বলে না ফেলে তুমি ফাতেমা বিনতে রাসূলুল্লাহ (স.) এবং আলী ইবনে আবি তালেবের সন্তান নও। অতঃপর লোকেরা তা বর্ণনা করতো। তারপর এ কথা কিতাবে সব সময় সংরক্ষিত হয়ে যেতো এবং বক্তাদের ভাষায় তার প্রচলন থেকে যেতো।
তিরস্কারকারী হযরত হুসাইন (রা:)-এর এই হেকমত ভরা উত্তর শুনে ক্ষমার ভাষায় বললেন, হে আল্লাহর রাসূলের নাতি! আল্লাহর শপথ! আপনি প্রশংসা ও নিন্দার বাস্তবতা আমার থেকে বেশি জানেন। (আল হাসান ওয়াল হুসাইন (রা:), পৃষ্ঠা-২০)