নিরাপদ সড়ক চাই ১১ দফা দাবিতে সকলের সমর্থন চান আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় শিক্ষার্থীরা লিফলেট বিতরণ করেন। নিরাপদ সড়ক আন্দোলনের গুরুত্ব তুলে ধরে তাদের ১১ দফা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন।
খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, ‘নিরাপদ সড়ক আন্দোলনের দাবিতে আমরা জনসাধারণের কাছে লিফলেট বিতরণ করছি। আমরা আমাদের ১১ দফা দাবি জনগণের কাছে তুলে ধরেছি। কারণ সড়ক আন্দোলন শুধু শিক্ষার্থীদের নয়, এটা সর্বস্তরের মানুষের জন্য। এই আন্দোলনে আমরা সবসময় জনসাধারণের সমর্থন চাই।’
সোহাগী সামিয়া আরও বলেন, আগামীকাল শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় আমরা মধ্য বাড্ডা ফুট ওভার ব্রীজের সামনে নিরাপদ সড়ক চাই কর্মসূচি পালন করবো।