আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তবে শুরুতেই সব শ্রেণির ক্লাস একসঙ্গে শুরু হবে না। ধাপে ধাপে ক্লাসগুলো শুরু হবে বলে জানা গেছে।
এছাড়া পূর্বের ঘোষণা অনুযায়ী এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার দুপুরে চাঁদপুর সদরের মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, সংক্রমণের হার ক্রমেই নিচে নেমে আসছে- এটা আমাদের জন্য সুখবর। এই নিম্নগতি থাকলে খুব শিগগিরই সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব।
এছাড়াও ধাপে ধাপে খোলার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী জানান, এ মহামারীতে সামাজিক দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ। তবে আমাদের শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় বেশি। স্কুল কলেজ খোলার শুরু থেকেই সপ্তাহে ছয় দিন ক্লাস করার সুযোগ হবে না কিন্তু ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে উঠবে।
তবে এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং আগামী বছরের পরীক্ষার্থীদের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন তারা সপ্তাহে প্রতিদিনই ক্লাস করবে। এ সময় ১২ বছরের ওপরের শিশুদেরও প্রয়োজনে করোনার টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সাংবাদিকদের জানান তিনি।