গতকাল ৩ জুলাই (শনিবার) এক প্রতিবেদনে বিবিসি জানায় যুক্তরাষ্ট্রের ২০০ টি ব্যবসা প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে এক হ্যাকার গ্রুপ
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় গত ২রা জুলাই বিকেলে বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওয়েবসাইট এ হামলার শিকার হয়। হামলায় ক্ষতিগ্রস্ত ফ্লোরিডার আইটি প্রতিষ্ঠান কাসেয়া জানায়, এ হামলার কারণে তাদের করপোরেট সার্ভার, ডেস্কটপ কম্পিউটার ও নেটওয়ার্ক ডিভাইস ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর ব্যাপারে দেশটির সাইবার নিরাপত্তা সংস্থা হানট্রেস ল্যাবস জানিয়েছে, মূলত কাসেয়াকে টার্গেট করেই এ হামলা চালানো হয়েছে এবং এ হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে খুব শীঘ্রই তদন্ত করা হবে বলে ওয়েবসাইটের এক পোস্টে জানিয়েছে আইটি প্রতিষ্ঠান কাসেয়া। হানট্রেস ল্যাবস বিবিসিকে আরও বলে, তাদের ধারণামতে রেভিল নামে রাশিয়ার একটি সংস্থা এ হামলার সাথে জড়িত রয়েছে।
এর আগে জুন মাসে জেনেভায় এক সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ১৬টি প্রতিষ্ঠানের তালিকা দিয়ে সেই প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট হ্যাক না করার কথা বলেন। এবং যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোতে ক্রমাগত সাইবার হামলার দায় রাশিয়া এড়াতে পারে না বলেও জানান তিনি।