1. faysalislam405@gmail.com : ফয়সাল ইসলাম : ফয়সাল ইসলাম
  2. tajul.islam.jalaly@gmail.com : তাজুল ইসলাম জালালি : তাজুল ইসলাম জালালি
  3. marufshakhawat549@gmail.com : মারুফ হোসেন : মারুফ হোসেন
  4. saddam.samad.24@gmail.com : সাদ্দাম হোসাইন : সাদ্দাম হোসাইন
  5. : :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৭ পূর্বাহ্ন

২ মাসের মধ্যে নিজ হাতে কুরআন লিখলেন কাশ্মিরি যুবক

সাদ্দাম হোসাইন
  • প্রকাশিতঃ রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ১৬১ বার পড়া হয়েছে
নিজ হাতে কুরআন লিখলেন কাশ্মিরি যুবক
নিজ হাতে কুরআন লিখলেন কাশ্মিরি যুবক

দুই মাসেরও কম সময়ের মধ্যে এক কাশ্মিরি যুবক নিজ হাতে পবিত্র কুরআনের প্রতিলিপি তৈরি করেছেন। ভারত শাসিত জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগরের বাসিন্দা ওই যুবকের নাম আদিল নাবি মীর।

বর্তমান সময়ে যুবকরা যখন খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের নাম উজ্জ্বল করতে ব্যস্ত থাকে সেখানে ২৭ বছর বয়সী যুবক আদিল মীরের ধর্মের প্রতি এই অনুরাগ সবাইকে অবাক করেছে। করোনা মহামারীতে কোয়ারেন্টিনের সময়টা কাজে লাগিয়ে তিনি এ কাজ সম্পাদন করেন।

আদিল নাবি মীর জানায়, কুরআনের প্রতিলিপি তৈরির পর তার জীবনেও ব্যাপক পরিবর্তন আসতে শুরু করে। তিনি এখন নিজেকে ইসলাম ধর্মের খুব কাছে অনুভব করছেন। তবে তিনি প্রতিলিপিটি এখনো কোনো আলেমকে দেখাননি। তাই আবেগেও ভাসছেন না। তিনি বিজ্ঞ কোনো আলেমকে দেখিয়ে সেটি সংশোধনের জন্য যোগাযোগ করছেন।

তিনি বলেন, ‘মানুষের ভুল হওয়া খুবই স্বাভাবিক। এজন্য আমি মনে করছি এটি একজন আলেমকে দেখানো জরুরি। যদিও প্রতিটি পৃষ্ঠা লেখার পর একাধিকবার আমি নজর বুলিয়েছি।’

আদিল নাবি মীর শ্রীনগরের ইসলামিয়া কলেজ থেকে বিএসসি সম্পন্ন করেছেন। নিজহাতে কুরআনের প্রতিলিপি তৈরি করা তার শৈশবের স্বপ্ন ছিল। ভবিষ্যতে হাদিসের কিতাবগুলোও হাতে লিখবেন বলে তিনি আশাবাদী। আদিল জানান, ৫৫৮ পৃষ্ঠার কুরআনের প্রতিলিপিটি তৈরিতে সর্বমোট ২৫টি কলম ব্যবহার করা হয়েছে। প্রতিটি পৃষ্ঠা লিখতে সময় লেগেছে অন্তত ৬ ঘণ্টা।

কাশ্মিরে আদিলের আগেও হাফেজ মাওলানা মুস্তফা নামে আরেকজন ব্যক্তি নিজ হাতে কুরআনের প্রতিলিপি তৈরি করেছিলেন। তবে মুস্তফা ছিলেন প্রাতিষ্ঠানিক আলেম কিন্তু আদিল তা নন।

নিজ হাতে কুরআন লিখলেন কাশ্মিরি যুবক

বিজ্ঞাপন




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও
Share via
Copy link
© ২০২৩- সর্বস্বত্ব সংরক্ষিত । হক কথা ২৪.নেট
Theme Designed BY Kh Raad ( Frilix Group )
Share via
Copy link