লকডাউনে ঘরে বেকার বসে আছেন? কোনো কাজ পাচ্ছেন না করার? তাহলে এই সময়টাতে নিজের স্কিলটা একটু ঝালাই করে নিলে কেমন হয়?
আর তা যদি হয় দেশের অন্যতম স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম থেকে পুরো অর্ধেক দামে তাহলে এই সুযোগ আর হাতছাড়া করবেনই বা কেন?
শুধুমাত্র আপনার জন্য দেশের অন্যতম অনলাইন কোর্স প্ল্যাটফর্ম বহুব্রীহির যেকোনো কোর্স ৫০% ডিসকাউন্ট অর্থাৎ পুরো অর্ধেক দামে পাচ্ছেন!! তাদের যেসব কোর্সে বর্তমানে ডিসকাউন্ট চলছে সেসব কোর্সেও পাবেন ৫০% ছাড়! মানে এক ডিসকাউন্টের উপর আরেক ডিসকাউন্ট….
নিচের লিংক এ ক্লিক করে বহুব্রীহি ওয়েবসাইটে গেলেই আপনার জন্য এ অফার চালু হয়ে যাবে।
কেন বহুব্রীহির কোর্স নিবেন-
১. দেশের একমাত্র অনলাইন কোর্স প্ল্যাটফর্ম যাদের সকল কোর্সেই রয়েছে নিশ্চিত সার্টিফিকেট ও লাইভ প্রজেক্ট।
২. কোর্স শেষ হয়ে গেলেই শেষ নয়! আছে ২০,০০০+ মেম্বারের কমিউনিটি, যেখানে আপনি যেকোনো সময় কোর্স সম্পর্কিত আপনার যেকোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন।
৩. নিজেদের ওয়েবসাইটেই আছে কোর্স সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও এর উত্তর ও ব্যাখ্যা।
৪. দেশে এরাই একমাত্র প্ল্যাটফর্ম যারা নিজেদের কোর্সে সবচেয়ে বেশী ডিসকাউন্ট বা ছাড় দেয়!
৫. এছাড়াও আছে ক্যারিয়ার ট্র্যাক প্রোগ্রাম, যা আপনাকে আপনার পছন্দের বিষয়ে জিরো থেকে হিরো বানিয়ে দিবে।
তাহলে আর দেরী কেন? এক্ষুনি লিংকটিতে ভিজিট করে পুরো অর্ধেক দামে নিয়ে নিন আপনার পছন্দের কোর্স।
ডিসকাউন্ট লিংক- https://tinyurl.com/bohubrihi-50
[বিঃ দ্রঃ র্কাট/চেকআউট পেইজে আলাদা কোনো কুপন যোগ করলে এ অফার কাজ করবে না। এই অফার শুধুমাত্র ১২ই জুলাই ২০২১ রোজ সোমবার রাত ১২টা পর্যন্ত প্রযোজ্য।]