১। আল্লাহ তায়ালার নাম।
২। নবীগনের নাম।
৩। ফিরিস্তাগনের নাম।
৪। কুরআনের আয়াত।
৫। হাদীসের টুকরা।
৬।দোয়া কালাম।
বিঃদ্রঃ কারও ঘড়ি, আংটি বা তাবিজে এসব থেকে থাকলে আগেই খুলে বাইরে রেখে যাওয়া বা পকেটে রেখে দেওয়া বা অন্য কোন উপায়ে ঢেকে রাখা। মোবাইল স্ক্রীনেও যদি তা ভেসে থাকে তাহলে তা ঢেকে রাখা।
সূত্রঃ সুন্নাতী যিন্দিগী