● মঙ্গলবার, সেপ্টেম্বর 10, 2024 | 10:00 পূর্বাহ্ন

৭২ যুগলের যৌতুকবিহীন বিয়ে

শনিবার সকাল থেকে ইজতেমাস্থল ও এর আশপাশের এলাকা লাখ লাখ মানুষের পদভারে মুখরিত হয়ে ওঠে। আগামী ৪ ফেব্রুয়ারি (রবিবার) বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এ ঢল অব্যাহত থাকবে। লাখ মানুষের ইবাদত বন্দেগির মধ্যে বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ ছিল যৌতুকবিহীন বিয়ে। আজ (শনিবার) বাদ আসর সম্পূর্ণ ইসলামি শরিয়া মেনে তাবলিগের রেওয়াজ অনুযায়ী ইজতেমার বয়ান মঞ্চের পাশে যৌতুকবিহীন বিয়ের আসর বসে।

বর ও কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে এই বিয়ে সম্পন্ন হয়। এজন্য সকাল থেকেই বর ও কনে পক্ষের অভিভাবকরা হবু দম্পতির নাম তালিকাভুক্ত করেন। বাদ আসর ভারতের মাওলানা জুহাইরুল হাছান ৭২ যুগলের যৌতুকবিহীন বিয়ে পড়ান। বিয়ের পর বয়ান মঞ্চ থেকে মোনাজাতের মাধ্যমে সব নব দম্পতির সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয় এবং মঞ্চের আশপাশের মুসল্লিদের মাঝে খোরমা-খেজুর বিতরণ করা হয়। এই বিয়েতে থাকে না কোনা যৌতুক এবং মহর থাকে ছেলের তাওফিক বা সামর্থ অনুযায়ী। নগদ মহরের শর্তেই ইজতেমায় বিয়ে সম্পন্ন হয়।

এবারের ৫৭তম বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন বিয়েকে বলা হচ্ছে ইজতেমার একটি বিশেষ অলংকার।

এই সম্পর্কিত আরও

কুরআন শরিফ হাতে নিয়ে কসম খাওয়ার বিধান কী
বিস্তারিত...
office-course
বিস্তারিত...
কাবার চাবি
বিস্তারিত...
হজ-2025
বিস্তারিত...
খিলাফত
বিস্তারিত...
আবুল কালাম
বিস্তারিত...