● রবিবার, সেপ্টেম্বর 8, 2024 | 10:32 পূর্বাহ্ন

চলছে মুসলিম খিলাফত হারানোর ১০০ বছর

হযরত মুহাম্মদ সা.  মক্কা ছেড়ে মদীনায় হিজরত করে ৬২২ খ্রিষ্টাব্দে  মদীনায় প্রথম ইসলামি রাষ্ট্র কায়েম করে খেলাফতের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।  ১০ বছর  নবীজীর মাধ্যমে  ইসলামী খিলাফত পরিচালিত হয়।  তাঁর ইনতিকাল হলে হযরত আবুবকর সিদ্দিক রা.  ৬৩২ খৃষ্টাব্দে ইসলামী ‍খিলাফতের দায়িত্বগ্রহণ করেন। ২বছর খিলাফতের দায়িত্বে থাকেন হযরত আবুবকর সিদ্দিক রা.। ৬৩৪ খৃষ্টাব্দে এ খিলাফতের দায়িত্ব আসে হযরত ওমর রা. হাতে। ৬৩৪ থেকে ৬৪৪ খৃঃ পর্যন্ত দীর্ঘ  ১০ বছর  খিলাফতের দায়িত্ব পালন করেন হযরত ওমর ইবনুল খাত্তাব রা. ।  এরপর  হযরত উসমান ইবন আফফান রা. (৬৪৪–৬৫৬ খ্রিস্টাব্দ) পর্যন্ত ১২ বছর এং ʿহযরত আলী ইবন ʾআবী তালিব রা. (৬৫৬–৬৬১ খ্রিস্টাব্দ) পর্যন্ত ৫ বছর।  এছাড়াও হাসান ইবনে আলী রা. (৬৬১ খ্রিস্টাব্দ) মাত্র ৬ মাস খিলাফতের দায়িত্ব পালন করে খোলাফায়ে রাশাদের যোগ শেষ করেন। এর পর সাহাবী হযরত আমীরে মুয়াবিয়া রা. এর মাধ্যমে শুরু হয়া উমাইয়া খিলাফত। ৭৫০ খৃঃ পর্যন্ত ৪৯ বছর খিলাফতের দায়িত্ব থাকে উমাইয়া খলীফাদের হাতে।  এর পর শুরু হয় আব্বাসীয় খিলাফত। ৭৫০ খ্রিষ্টাব্দে আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠা হয়ে ৫০৮ বছর আব্বাসীয় খলিফাদের অধিনে খিলাফত প্রতিষ্ঠিত থেকে  ১২৫৮ সালে মঙ্গোলদের আক্রমণে খিলাফতের  বিলু্প্তি হয়। মিশরের মামলুক শাসকদের দ্বারা পুনরায় আব্বাসীয় খেলাফত পুনপ্রতিষ্ঠিত হয়।  ১৫১৭ খৃঃ পর্যন্ত  ২৫৯ বছর (কিছু দিন মাঝে বাদ দিয়ে) মামলুক আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠিত থাকে। ১৫১৭ খৃঃ  উসমানীয় সাম্রাজ্যের সুলতান প্রথম সেলিমের কাছে মিশরের আব্বাসী খলিফা কর্তৃক খেলাফত হস্তান্তরিত হলে উসমানীয় খিলাফত প্রতিষ্ঠিত হয়।  ১৯২৪খৃঃ পর্যন্ত ৪০৭ বছর উসমানী সুলতানদের অধীনে খিলাফতের দায়িত্ব চলতে থাকে ( ভারত বর্ষে র মোঘল সাম্রাজ্য উসমানীয় খিলাফতের অন্তর্ভূক্ত)। আজ থেকে ১০০ বছর আগে  ১৯২৪ সালে সর্বশেষ খলিফা দ্বিতীয় আবদুল মজিদকে নির্বাসিত করে কামাল আতাতুর্ক আনুষ্ঠানিকভাবে খিলাফত বিলুপ্ত করে। ১০০ বছর যাবত মুসলিম খিলাফত হাত ছাড়া করে আজ মুসলিম বিশ্ব আর্তনাত  ও হাহাকারের সাগরে হাবুডুবু করছে। বহু চেষ্টা করে ও খিলাফতের ধারা আজও ফিরিয় আনা যাচ্ছে না।

এই সম্পর্কিত আরও

কুরআন শরিফ হাতে নিয়ে কসম খাওয়ার বিধান কী
বিস্তারিত...
office-course
বিস্তারিত...
কাবার চাবি
বিস্তারিত...
হজ-2025
বিস্তারিত...
খিলাফত
বিস্তারিত...
আবুল কালাম
বিস্তারিত...