● বুধবার, মে 8, 2024 | 06:27 পূর্বাহ্ন

পরকালে লাইলি মজনুর বিয়েতে শরীক হওয়ার ভুল ধারণা

সেদিন মনির মিয়ার সাথে চা খেতে খেতে রাশেদ চাচা বললেন, যে ব্যাক্তি জীবনে কখনো দাড়ি কাটবে না সে ব্যাক্তি পরকালে লাইলি মজনুর বিয়েতে শরীক হতে পারবে।
এটি একটি ভুল বিশ্বাস। আমাদের সমাজের সাধারণ মানুষের অনেকেই এ ভুল ধারণাটি পোষণ করে থাকে। যা একেবারেই ভিত্তিহীন।
প্রথমত, পরকালে লাইলি মজনুর বিয়ের কথাটিই একটি ভিত্তিহীন কথা। এরপর দাড়ি কাটা না কাটার সাথে এর সম্পৃক্ততা একেবারেই কল্পনাপ্রসূত। দাঁড়ি রাখা ও না রাখার প্রতি উদ্ধুদ্ধ করার জন্য অনেক সহীহ স্পষ্ট হাদিস রয়েছে। এ ছাড়া এটি সকল নবী আলইহিমুস সালামের সুন্নাত ছিল। একে মুসলমানের ফিতরত বা স্বভাব বলা হয়েছে । এ কথাগুলো বলেই দাড়ি রাখার প্রতি উদ্ধুদ্ধ করা উচিত ।
দাড়ি রাখা ওয়াজিব। এক মুষ্টির কম করা নাজায়েজ তথা হারাম।

এই সম্পর্কিত আরও

আবুল কালাম
বিস্তারিত...
 আরবে ঈদের তারিখ ঘোষণা
বিস্তারিত...
রিসেপ তাইয়েপ এরদোগান
বিস্তারিত...
813788_175
বিস্তারিত...
জান্নাতের ফুল
বিস্তারিত...
Muhammad (sm.)
বিস্তারিত...