● শুক্রবার, এপ্রিল 26, 2024 | 05:59 পূর্বাহ্ন

সাদ্দাম হোসাইন

বর্তমান যমানা

বাবা আদম ও মা হাওয়া থেকে সৃষ্টি মানব জাতি
মানুষের মাঝে ছিল না তখন ইসলাম নামের নীতি,
সময় মতো পৃথিবীতে এলো মহামানব
যার উসিলায় তৈরি হলো সকল প্রকার আদব।।
নবি এলো ইসলাম হলো-হলো ফরজ কাজ
পর্দাও ছিল এর মাঝে নারীর জন্য সাজ।
খোদারি বিধান চলতো মেনে লাগতো অনেক ভালো
মুসলমানদের একতা ছিল ভ্রাতৃত্ব ছিল জরো,
নারী-পুরুষ ছিল মিলে ভাই বোনেরই মতো
আজিব কান্ড কথা হতো পর্দার আড়ালে যতো।
খোদার হুকুম পালন করতো নবিজির সিরাতে
জীবন দিয়েও দ্বীনের পথে চলতো সবে মিলে,
বর্তমান যমানা এমন ধর্মের কর্ম নাই
নারী পুরুষ পর্দা ছেড়ে হইছে রাধা-রাই।।
মসজিদ ঘরে নামাজেতে কাতার ভরে না
সিনেমা হলে একটাও চেয়ার খালি থাকে না।
স্কুল,কলেজ,ভার্সিটির জয়ের ধ্বনি গাই,
খোদার হুকুম নবির সুন্নাত হইতাছে জবাই
পড়ালেখা করা হয় জ্ঞান অর্জনের জন্য
বড় হয়ে হবে সে সকলের মাঝে গণ্য।।
কিন্তু পড়ালেখা হয় না সেথায় হয় পিড়িতের খেলা
প্রেম প্রেম খেলা খেলে কাটায় সারা বেলা।
বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়
আগা যদি খারাপ হয় গোড়া ভালো নয়,
ছেলে মেয়েদের দোষ হয় না দোষ হবে যে তার
যাদের কারণে হচ্ছে এসব গুরুজন পরিবার।।
ভালো হতে হবে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান
যাদের হাতে গড়ে ওঠে আদর্শ সন্তান।
তারা যদি ভালো হয় শপথ কুরআনের
সন্তানও ভালো হবে আসবে পথে দ্বীনের।।
অবশ্য
আজ বুঝবে না বুঝবে কাল সময় নাহি রবে
আল্লাহর সামনে হাজির হবে কেয়ামতের পরে।
ধরা যদি পড়তে হয় কম আমলের ফলে
সেই কথাটা ভেবে মুসলিম এসো নবির আদর্শের ছায়াতলে,
আল্লাহর মতে মত,নবির পথে পথ
এসব যদি মেনে চলো হবে খাঁটি উম্মত।
এসো বোন এসো ভাই নবির পথে যাই
এই পথেরই যাত্রি হয়ে আল্লাহকে পাই।।

এই সম্পর্কিত আরও

আবুল কালাম
বিস্তারিত...
 আরবে ঈদের তারিখ ঘোষণা
বিস্তারিত...
813788_175
বিস্তারিত...
রিসেপ তাইয়েপ এরদোগান
বিস্তারিত...
জান্নাতের ফুল
বিস্তারিত...
কাজী নজরুল ইসলাম
বিস্তারিত...