● শনিবার, এপ্রিল 27, 2024 | 01:35 পূর্বাহ্ন

যেদিন আশুরা

যেদিন আশুরা

সৃষ্টিকর্তা লাওহে মাহফুজে সকল জীবের রুহ সৃষ্টি করলেন যেদিন,

দুনিয়ায় সমস্ত নদী,পাহাড়, সমুদ্র সৃষ্টি করেছিলেন সেদিন।

সেদিন সৃষ্টিকর্তা আদম (আঃ)-কে করেছিলেন সৃষ্টি,

এদিন-ই আদমের তওবা কবুল করেছিলেন তিনি।

গুনাহ্ মাফে ইদ্রিস (আঃ) গিয়েছিলেন বেহেস্তে,

নূহ (আঃ)মুক্ত হয়েছিলেন তুফান হতে।

ইব্রাহিম (আঃ) পেয়েছিলেন নাজাত হতে নমরুদের অগ্নিকুণ্ড,

মুসা (আঃ) ঐদিনই হয়েছিলেন তাওরাত কিতাব প্রাপ্ত।

আইয়ুব (আঃ) এদিন করেছিলেন রোগ হতে মুক্তি লাভ,

ইয়াকুব (আঃ)ফিরে পেয়েছিলেন ইউসুফকে সয়ে বহুদিনের শোক-তাপ।

দাউদ (আঃ)-এর সেদিন হয়েছিল গুনাহ মাফ,

এদিনই ইউনুস (আঃ) করেছিলেন মাছের পেট হতে মুক্তিলাভ।

জিব্রাঈল সেদিন হয়েছিল প্রথম রহমত নিয়ে হযরত (সাঃ)-এর নিকট উপস্থিত,

কারবালা প্রান্তরে হাহাকার, হোসাইন শহীদ।

হয়েছিল প্রথম পৃথিবীতে রহমতের বৃষ্টি নাজিল,

কোনো এক শুক্রবারে এদিন-ই হবে পৃথিবী বিলীন।

এদিন-ই সেদিন, যেদিন বাজে বিষাদময় আনন্দের সুর,

এদিন-ই মহরম, এদিন-ই আশুরা ইসলামেরই নূর।

এই সম্পর্কিত আরও

আবুল কালাম
বিস্তারিত...
 আরবে ঈদের তারিখ ঘোষণা
বিস্তারিত...
813788_175
বিস্তারিত...
রিসেপ তাইয়েপ এরদোগান
বিস্তারিত...
জান্নাতের ফুল
বিস্তারিত...
কাজী নজরুল ইসলাম
বিস্তারিত...