● শুক্রবার, মে 3, 2024 | 01:08 অপরাহ্ন

রোজার প্রতিদান আল্লাহ নিজেই দেবেন

রোজার প্রতিদান আল্লাহ নিজেই দেবেন

প্রত্যেক নেক আমলের নির্ধারিত সওয়াব ও প্রতিদান রয়েছে, যার মাধ্যমে আল্লাহ তা’আলা আমলকারীকে পুরস্কৃত করবেন। কিন্তু রোযার বিষয়টি সম্পূর্ণ আলাদা। কারণ রোজার বিষয়ে আছে আল্লাহ তা’আলার পক্ষ হতে এক অনন্য ঘোষণা।

হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা:) ইরশাদ করেছেন- মানুষের প্রত্যেক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয়। একটি নেকীর সওয়াব দশ গুণ থেকে সাতশ গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। আল্লাহ তা’আলা বলেন, কিন্তু রোজার বিষয়টি আলাদা। কেননা তা একমাত্র আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দিব। বান্দা তো আমার জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে এবং পানাহার পরিত্যাগ করে। [সহীহ মুসলিম, হাদীস: ১১৫১(১৬৪)]

অন্য বর্ণনায় আছে, আল্লাহ তা’আলা বলেন, ‘প্রত্যেক ইবাদতই ইবাদতকারীর জন্য, আর রোজা আমার জন্য। আমি নিজেই এর প্রতিদান দিব।’ [সহীহ বুখারী, হাদীস: ১০৯৪]

সমস্ত সৃষ্টির স্রষ্টা, বিশ্বজাহানের প্রতিপালক, মহান আল্লাহ তা’আলা নিজেই যখন এর পুরষ্কার দেবেন, তখন কী পরিমাণ দেবেন? ইমাম আওযায়ী (রাহ.) এ হাদীসের ব্যাখায় বলেছেন- আল্লাহ রোজাদারকে যে প্রতিদান দেবেন, তা মাপা হবে না, ওজন করা হবে না অর্থাৎ বিনা হিসাবেই দেবেন।

এই সম্পর্কিত আরও

আবুল কালাম
বিস্তারিত...
 আরবে ঈদের তারিখ ঘোষণা
বিস্তারিত...
রিসেপ তাইয়েপ এরদোগান
বিস্তারিত...
813788_175
বিস্তারিত...
জান্নাতের ফুল
বিস্তারিত...
মিসওয়াক
বিস্তারিত...