● রবিবার, এপ্রিল 28, 2024 | 12:31 পূর্বাহ্ন

লাভ ছাড়া ব্যবসা

এক লোক একটি ঘোড়া চুরি করে এনে বাজারের রওয়ানা হয়েছে ঘোড়া বিক্রি করতে। রাস্তায় এক লোক তাকে ডেকে বলল, ভাই ঘোড়া কী বিক্রি করবেন? চোর বলল হ্যাঁ। এবার লোকটি বলল ভাই আমি একটি ঘোড় কিনতে চাচ্ছিলাম। তাহলে আর বাজারে গিয়ে গেদারিং করে দরকার কী? আসেন আমরা এখানেই দরদাম করে একটি সুরাহা করে ফেলি। চোর চিন্তা করলো ব্যাপারটি একদম খারাপ না, কারন ঘোড়ার মালিকরা হয়তো বাজারের দিকে খোঁজ খবর নিতে পারে । তার চেয়ে বরং কম-বেশ যাই হউক নিরবে এর কাছে বেচেই কেটে পরি। দাম দর ঠিক করা হলো। ক্রেতা মালিককে বলল ভাই এত দাম দিয়ে ঘোড়া কিনবো একটু যদি চালিয়ে না দেখি কোন দোষ আছে কি না, বা কেমন চলতে পারে তাহলে কি হয়? লোকটি ক্রেতাকে ঘোড়া চালিয়ে দেখার অনুমতি দিল। ক্রেতা ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে ঘোড়া হাকালো। ঘোড়াটি বেশ তাগড়া তোগড়া শক্তিশালী ছিল। বেশ ভালই দৌড়াতে পারে। দৌড়িয়ে বহু দূর। এতক্ষণে চোর লোকটি টেরপাইল যে ক্রেতারুপী বাটপার আর ফেরার মতো নয়। তখই এক লোক এসে জিজ্ঞাসা করলো ভাই ঘোড়া কত দামে বিক্রি করলেন? চোর লোকটি চট করে বলে দিল, যেই দামে কিনা সেই দামেই বেচা। লাভ হয় নাই।
উপদেশ: আল্লাহ পাক মুমিনদের সাথে ব্যবসা করছেন জান্নাতের দামে। জীবন যেন যেন এমন না হয় দুনিয়াতে শুধু আসা যাওয়া,ব্যবসায় কোন লাভ নাই।

এই সম্পর্কিত আরও

আবুল কালাম
বিস্তারিত...
 আরবে ঈদের তারিখ ঘোষণা
বিস্তারিত...
813788_175
বিস্তারিত...
রিসেপ তাইয়েপ এরদোগান
বিস্তারিত...
জান্নাতের ফুল
বিস্তারিত...
কাজী নজরুল ইসলাম
বিস্তারিত...