● রবিবার, সেপ্টেম্বর 8, 2024 | 05:20 পূর্বাহ্ন

শায়খ আবদুল ওয়াহাব আল-শাইবি কাবাঘরের নতুন চাবিরক্ষক

সৌদি আরবে বিশিষ্ট ব্যক্তি ও অভিজাত পরিবারের সদস্যদের উপস্থিতিতে গত সোমবার (২৪ জুন) আনুষ্ঠানিকভাবে আবদুল ওয়াহাব বিন জাইন আল-আবিদিন আল-শাইবির হাতে পবিত্র কাবাঘরের চাবি তুলে দেওয়া হয়। এখন থেকে তিনিই পবিত্র ঘরের চাবি সংরক্ষণের দায়িত্ব পালন করবেন। তার ওপর আস্থা রাখার জন্য সকলের প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি  তার পূর্বসূরিদের মতো অবদান রাখার অঙ্গীকার করেন। নতুন দায়িত্বপ্রাপ্ত শায়খ আবদুল ওয়াহাব আল শাইবি রাসুলুল্লাহ (স.)-এর বিখ্যাত সাহাবি উসমান (রা.)-এর ১১০তম উত্তরসূরি (তিনি হুজু সা. এর জামাতা ওসমান ইবনে আফফান  নন; তিনি হলেন ওসমান ইবনে তালহা)।  জাহেলি যুগ থেকেই কাবাঘরের চাবি শাইবা গোত্রের কাছে থাকত। হিজরতের সময় নবীজী সা. শেষবারের মত কাবা ঘরে ঢুকার জন্য চাবি চাইলে  ওসমান  চাবি দেন নি; তবে ৮ম হিজরীতে মক্কা বিজয়ের সময় ওসমান হুজুরের কাছে এসে মুসলমান হয়ে চাবি হস্তান্তর করেন। হুজুর সা. ওসমানের মুসলমান হওয়ার খুশিতে চাবি তার কাছে ফিরিয়ে দিয়ে এই ঘোষণা দেন যে এখন থেকে চাবি তোমার কাছেেই থাকবে এবং কিয়ামত পর্য ন্ত কাবা ঘরের চাবি তোমার বংশের লোকদের হাতেই সংরক্ষিত থাকবে। তোমাদের হাত থেকে এ চাবি কেউ নিতে চাইলে সে হবে জালিম। সেই ধারা এখনো চলমান।

উল্লেখ্য, এতদিন পবিত্র কাবাঘরের চাবি সংরক্ষণের দায়িত্বে ছিলেন ড. শায়খ সালেহ বিন জয়নুল আবেদিন আল-শাইবি তিনি ছিলেন হযরত ওসমান রা. এর ১০৯ তম উত্তরসূরী। গত ২১ জুন শুক্রবার  দিবাগত রাতে তিনি   ইন্তিকাল করেন । পরদিন শনিবার (২২ জুন) পবিত্র মসজিদুল হারামে জানাজার পর তাঁকে জান্নাতুল মুয়াল্লায় দাফন করা হয়।  ড. শায়খ সালেহ বিন জয়নুল আবেদিন আল-শাইবির ইন্তকালের পর পবিত্র কাবাঘরের চাবি সংরক্ষণের দায়িত্ব কে পাচ্ছেন তা নিয়ে কৌতূহল ছিল। সকল কৌতুহলের অবসান ঘটিয়ে ১১০ তম উত্তরসূরী হিসেবে  শায়খ আবদুল ওয়াহাব বিন জাইন আল-আবিদিন আল-শাইবি কাবাঘরের চাবির দায়িত্ব পান।

এই সম্পর্কিত আরও

কুরআন শরিফ হাতে নিয়ে কসম খাওয়ার বিধান কী
বিস্তারিত...
office-course
বিস্তারিত...
কাবার চাবি
বিস্তারিত...
হজ-2025
বিস্তারিত...
খিলাফত
বিস্তারিত...
আবুল কালাম
বিস্তারিত...