● বৃহস্পতিবার, এপ্রিল 25, 2024 | 06:30 অপরাহ্ন

হজ্জের সুন্নাত সমূহ

হজ্জের সুন্নাত কী কী?

হজ্জের সুন্নাত সমূহ হলো-

১. ইহরামের সময় গোসল বা অজু করা।
২. নতুন বা ধৌত করা দুটি সাদা কাপড় পরিধান করা।
৩. ইহরামের নিয়তের পর দুরাকাত নামাজ আদায় করা।
৪. বেশী বেশী তালবিয়া পড়া।
৫. মক্কাবসী ছাড়া অন্য এলাকার লোকেরা তাওয়াফে কুদুম করা।
৬. মক্কায় থাকা কালে বেশী বেশী তাওয়াফ করা।
৭. ইজতিবা করা (ইহরামের কাপড় ডান বগলের নিচ দিয়ে এনে
বাম কাধে রাখা) ।
৮. তাওয়াফের সময় রমল করা ( একটু বীরদর্পে হাটা)।
৯. সাফা মারওয়া সয়ীর সময় দ্রুত চলা।
১০. প্রতি চক্করে হাজরে আসওয়াদ চুম্বন করা।
১১. কুরবানীর দিন মিনায় অবস্থান করা।

সূত্র: সুন্নাতী যিন্দিগী

এই সম্পর্কিত আরও

আবুল কালাম
বিস্তারিত...
 আরবে ঈদের তারিখ ঘোষণা
বিস্তারিত...
813788_175
বিস্তারিত...
রিসেপ তাইয়েপ এরদোগান
বিস্তারিত...
জান্নাতের ফুল
বিস্তারিত...
কাজী নজরুল ইসলাম
বিস্তারিত...