● বৃহস্পতিবার, মে 2, 2024 | 10:18 পূর্বাহ্ন

হাদিয়া দেওয়া এবং গ্রহণের সুন্নাতী পদ্ধতি

হাদিয়া দেওয়া-

১। কোনো মুসলমানের মন জয় করার উদ্দেশ্যে মহব্বতের সঙ্গে হাদিয়া দেওয়া।

২।হাদিয়া দেওয়ার আগে ও পরে নিজের কোনো মতলবের কথা না বলা।

৩। একটু নিরিবিলিতে বা গোপনে হাদিয়া দেওয়া।

৪। মুসাফাহার সাথে হাদিয়া না দেওয়া।

৫। এত পরিমাণ হাদিয়া দেওয়া ঠিক নয় যা সে বহন করে নিতে অক্ষম হয়।

৬। যেই জিনিসের প্রতি মেহমানের আগ্রহ তা জানা থাকলে সেই জিনিসই হাদিয়া দেওয়া।

৭। সুসম্পর্ক সৃষ্টি হওয়ার পর হাদিয়া দেওয়া। (অন্যথায় হাদিয়া গ্রহণকারীর লজ্জার কারণ হইতে পারে।বা হাদিয়া গ্রহণকারী বিব্রত হতে পারে অথবা ভিন্ন কোনো সন্দেহ করতে পারে।)

৮। কোনো বুজুর্গের সাক্ষাতে হাদিয়া দেওয়া।

হাদিয়া গ্রহণ-

১। (হাদিয়া গ্রহণ করা সুন্নাত) হাদিয়া গ্রহণের সময় সুন্নাতের উপর আমলের নিয়ত করা।

২। যার উপার্জন পুর্ণ বা অধিকাংশ হারাম তার হাদিয়া গ্রহণ না করা।

৩। হাদিয়া দাতার সামনেই অন্য কাউকে তা আবার হাদিয়া না দেওয়া।

৪। হাদিয়ার জিনিসের মূল্য জানতে না চাওয়া। (মনে রাখতে হবে হাদিয়া মানেই মূল্যবান।)

৫। হাদিয়ার বদলা প্রদান করা। অর্থাৎ তাকে কোনো হাদিয়া দেওয়া বা তার জন্য দোয়া করা।

৬। হাদিয়ার বদলা পাওয়ার আকাঙ্ক্ষা আছে এমন লোকের হাদিয়া গ্রহণ না করা।

সূত্র: সুন্নাতী যিন্দিগী

এই সম্পর্কিত আরও

আবুল কালাম
বিস্তারিত...
 আরবে ঈদের তারিখ ঘোষণা
বিস্তারিত...
রিসেপ তাইয়েপ এরদোগান
বিস্তারিত...
813788_175
বিস্তারিত...
জান্নাতের ফুল
বিস্তারিত...
কায়কোবাদ
বিস্তারিত...