আজ শনিবার ৯ জুলাই ২০২২ সৌদি আরবসহ গোটা মধ্যপ্রাচ্য এবং বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে পালন করা হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কুরবানি ঈদ। করোনা অতিমারীর বৈশ্বিক অভিঘাত সামলে এবছর বিভিন্ন দেশে অনেকটাই বিধিনিষেধের আওতামুক্ত হয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করছেন মুসল্লিরা। উন্মুক্ত পরিবেশে হচ্ছে ঈদের জামাত।
তবে বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে আগামীকাল রবিবার (১০ জুলাই)।
মক্কার কাবা শরিফ, মদিনার মসজিদে নববিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদের ভেতরে প্রথম সারিতে ঈদের নামাজ আদায় করেছেন সৌদি আরবের বেশ কয়েকজন আমির ও শেখরা।
জিলহজ মাস বিশ্ব মুসলমানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মাসেই হজ পালিত হয়ে থাকে। ৯ জিলহজ পবিত্র আরাফাতের দিন। যা গতকাল শনিবার (৮ জুলাই) অনুষ্ঠিত হয়ে গেছে। সেই হিসাবে আজ সৌদি আরবে ঈদুল আজহা অনুষ্ঠিত হচ্ছে। ঐতিহ্য অনুযায়ী একদিন পর অর্থাৎ আগামীকাল রবিবার (১০ জুলাই) বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।
এদিকে, বৈশ্বিক করোনা মহামারি কাটিয়ে প্রায় ৩ বছর পর কোনো রকম বাঁধা ছাড়াই হজ অনুষ্ঠিত হয়েছে।