● বৃহস্পতিবার, মে 2, 2024 | 03:45 পূর্বাহ্ন

রাসূল (সা:)-এর উত্তম চরিত্র সমূহ

১. ধৈর্যশীল ছিলেন।

২. সহনশীল ছিলেন।

৩. অন্যায় কারীকে ক্ষমা করতেন।

৪. দুর্ব্যবহারকারীর সাথে ভালো ব্যবহার করতেন।

৫. যে কিছু দিত না তাকেও তিনি দিতেন।

৬. তাঁর উপর জুলুমকারীকেও ক্ষমা করতেন।

৭. কাইকে হেয় মনে করতে না।

৮. দরিদ্র অসহায় ও রুগ্নদের দেখতে যেতেন এবং নিজ হাতে তাদের কাজ করে দিতেন।

৯. গরীবদের জানাযায়ও যেতেন।

১০. দুর্বল, অসহায় ও নিঃস্বদের নিজে গিয়ে সাহায্য করতেন।

১১. জ্ঞানী-গুণীদের সম্মান করতেন।

১২. পদমর্যাদাশীলদের প্রতি অনুগ্রহ করতেন।

১৩. আত্মীয়দেরকে সম্মান করতেন ও সুসম্পর্ক বজায় রাখতেন।

১৪. প্রতিশোধ নিতেন না।

১৫. জিহাদ ছাড়া কাউকে মারতেন না। খাদেম, দাসী ও স্ত্রীদেরকেও না। (ইবনে মাজাহ শরিফ)

১৬. তিনি নিজে ছাগলের দুধ দোহন করতেন।

১৭. নিজের কাপড় নিজে ধুতেন। ছেড়া কাপড় নিজেই সেলাই করতেন।

১৮. নিজের ছেড়া জুতা নিজে সেলাই করতেন।

১৯. পারিবারিক কাজ নিজেই করতেন।

২০. বাজার সর্বদা নিজেই বহন করে আনতেন।

২১. খাদেমদের সাথে খানা খাইতেন। (মাদারিজ)

২২. কেউ কিছু চাইলে না করেন নি। (বোখারি শরিফ)

২৩. কেউ কিছু ভাঙ্গলে বা নষ্ট করলে রাগ করেন নি।

উল্লেখিত বিষয়গুলো আমাদের জন্য পালন করা সুন্নাত।

এই সম্পর্কিত আরও

আবুল কালাম
বিস্তারিত...
 আরবে ঈদের তারিখ ঘোষণা
বিস্তারিত...
রিসেপ তাইয়েপ এরদোগান
বিস্তারিত...
813788_175
বিস্তারিত...
জান্নাতের ফুল
বিস্তারিত...
 টাকায় আল্লাহকে পাওয়া যাবে?
বিস্তারিত...