● বুধবার, মে 1, 2024 | 07:20 অপরাহ্ন

বাড্ডার ওলামাদের অন্যরকম সেহরী ভোজন

অন্য দিনের মত নয়; ভিন্ন রকম সেহরী ভোজে অংশগ্রহণ করেছে বাড্ডা এলাকার বেশ কয়েক জন আলেম,ইমাম,খতীব ও দীনের দায়ী ব্যক্তিরা। মুসলিম হজ্জ ট্রাভেলসের স্বত্তাধিকারী হযরত মাওঃ আব্দুল কাদের সাহেবের আমন্ত্রনে তারা এই সেহরীতে অংশ গ্রহণ করেন। পদ্মাব্রিজের পাশে মাওয়া ফেরীঘাটের মনোরম পরিবেশের এক নান্দনিক রেস্টুরেন্টে আয়োজন হয়।একটি হাইয়েস ও একটি নোয়াহ গাড়ীতে চড়ে ১৬-১৭ জন আলেম রাত ১১ঃ৩০ রওয়ানা দেন মাওয়ার উদ্দেশ্যে।যাত্রা পথে বিনোদনের পর বিনোদন।হামদ-নাত, ইসলামী সংগীত ও তেলাওয়াতের মাধ্যমে প্রভূত বিনোদন উপভোগ করেন সহযাত্রী এই্ দীনের দায়ীরা। মাওঃ আঃরহিম বিপ্লবী ও মুফতী মশিউর রহমান আযাদীর সংগীতে সকলেই হারিয়ে গিয়েছিল মক্কা-মদীনার অলিতে গলিতে।মাওঃ হারুনুর রশীদ সিদ্দিকী ও মাওঃ হাবীবুর রহমান ফরাজীর সুমধুর কন্ঠে পবিত্র কুরআনের তেলাওয়াত যেন লওহে মাহফুজের সুবাবে উদ্ভাসিত করেছে। মাওয়ার পারে পৌছেঁ খাবারের আয়োজনের নেতৃত্বে থাকেন মুফতি মাহমুদুল হাসান কাজী ও মাওঃ মুহাঃ জাকির হোসাইন। তাদের নেতৃত্বে গরম তেলে চরচরিয়ে উঠতে থাকে নগত কাটা রুপালী ইলিশের ফালী। আর অন্যদিকে মুসলিম হজ্জ ট্রাভেলসের সদ্যাগত হাজীদের নিয়ে আসা খেজুর ও জমজমের পানি বন্টনের দায়িত্ব পালনে ব্যস্ত থাকেন আমীরে আম মাওঃ ইয়াকুব আলী (মুহতামিম নুসাইবা বালিকা মাদরাসা)। একদিকে খাওয়ার আয়োজন অন্য দিকে আগাম চায়ের গরম পানিতে চু, চু, চুমুকের সাথে আবারও বিনোদনের পশরা।ভিন্নরক সেহরীর এই আয়োজনে উপস্থিত ছিলেন হক কথা সম্পাদক তাজুল ইসলাম জালালী,মাওঃ মুনির হোসাইন, মুফতী শরীফুল ইসলাম, মুফতী খাইরুদ্দীন, মাওঃমঈনুদ্দীন ও মুহাঃ হাবীবুল্লাহ ।

এই সম্পর্কিত আরও

আবুল কালাম
বিস্তারিত...
 আরবে ঈদের তারিখ ঘোষণা
বিস্তারিত...
813788_175
বিস্তারিত...
রিসেপ তাইয়েপ এরদোগান
বিস্তারিত...
জান্নাতের ফুল
বিস্তারিত...
আশুরাকে জানি
বিস্তারিত...